কবিতায় শেষাদ্রি চট্টোপাধ্যায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
প্রেম
দিন ধরে আর প্রেম হয় কি
প্রেমেরই সব দিন
আকাশ দেখো ডাকছে তাকে
সমুদ্র রঙিন —
মেঘলা দিনে একলা বাতাস
রক্ত, ঘাম, তুমি –
তেরো নদীর সব কিনারায়
খুঁজছো কিসের জমি
থাকলে তুমি আমিও আছি
এইটুকু তো আশা
জড়িয়ে আছে তোমার সাথে
আমার বাংলাভাষা II