কবিতায় শুভদীপ চক্রবর্তী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বিরাগ
তারাদের দেশে ফিমারের খোঁজ বৃথা;
ঠিক যেরকম আকাশের পথে হাঁটো!
সুখী কারাগার, ঠিকানা আমার চেনা,
আমিই সেপাই, কফিনের গায়ে আটক।
বালিতে তোমার হিংসে লুকিয়ে রাখা-
মৃত ইতিহাস, পিরামিড ভাঙা সংকেত
আমিও পাগল! বালিতেই লিখি দস্তক!
চিনতে শেখাই গেরুয়া’র কাঁচা রঙকে’।
প্রেমিক নিশান, খোলা খাম’টাতে মুক্তি,
না!স্বাধীনতা বলে কিছুই তো নেই শাস্ত্রে-
হিসেব মানেই বারুদ কেনার তোরজোড়
নেতাজি ভারত, কিউবা ফিডেল কাস্ত্রের।