কবিতায় শুভঙ্কর চট্টোপাধ্যায় 

শুনুন ধর্মাবতার

শুনুন,ওসব পুরস্কার টুরস্কার
না পেলেও চলে।
লেখাটেখা ছাপা না হলেও।
কবিতাপাঠে ডাক না পেলেও
দিব্যি চলে যায়।
কিন্তু কবিতা নিয়ে যদি বাঁচতে না পারি-
বিশ্বাস করুন ধর্মাবতার,
ছটফট করে মরে যাবো।
কারণ,এতবছর শুধু
কবিতাকে নিয়েই বেঁচে আছি।
Spread the love

You may also like...

error: Content is protected !!