কবিতায় শীলা বিশ্বাস
by
TechTouch Talk
·
Published
· Updated
অন্য ভবিতব্যের দিকে
এ পথে বহুদিন কোন পাখির ডাক শুনি না
নকল স্বর উপেক্ষা করে এগিয়ে যাওয়া সেও এক সংযম
ছেড়া-ভাঙা রোদ্দুর বলতে একটুখানি আশা
কাচগুঁড়ো আলোয় হীরের ছটা
পাহাড় যেভাবে ধ্বনি ফেরায়
পথ ফেরায় কিছু প্রতিশ্রুতি
স্বপ্নের মুঠো আলগা হয়
অন্য ভবিতব্যের দিকে ঘুরে যায় চাকা
রেওয়াজী অনুভব স্ক্রিপ্টেড কথোপকথনে
আলোর সঙ্গতে ওড়ে না-পাঠানো চিঠি
যুগলে ডুবতে পারিনি
তাই বলে ভেসে থাকা !
বিষাদ বারান্দা থেকে আগন্তুক পাখি উঁকি মারে
আমি স্বগতোক্তি করি হুশ