কবিতায় শীতল বিশ্বাস by TechTouchTalk Admin · Published February 10, 2020 · Updated February 10, 2020 ভালোবাসার জায়গা অনেক, মূলত কবিতা, তবে নড়চড় হয় গল্প, ভ্রমণ কথা ইত্যাদিতে,আমি শীতল বিশ্বাস, বাঁকুড়া সদরে থাকি,ঠিকানা-শ্রীনগর পল্লী, কেন্দুয়াডিহি । রাত কথা ধীরে ধীরে ভোঁতা হয়ে যাচ্ছে অস্ত্র, মেঘের পালক থেকে নেমে আসে অপ্রাপ্তির হালহকিকত, ডানা ভিজিয়ে নিভে যাচ্ছে দিন— আস্তাবলে পা ঠুকে জানান দিচ্ছে স্বপ্ন, ভোঁতা হাওয়ার ডানায় ভেসে যায় নীহারিকা স্রোতের আকাশ, বেজন্মা রাত তবু আকাশ খোঁজে—- ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 সরস্বতী পুজো স্পেশালে মৃদুল শ্রীমানী January 30, 2020 by TechTouchTalk Admin · Published January 30, 2020