কবিতায় শঙ্খসাথি পাল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
চিঠি
আঁচলের সাবধানী গিঁটে মোড়া আছে বারুদের গন্ধ
খেলা শেষ হওয়ার পর –
সাদা পাতায় উলঙ্গ অক্ষরবিন্যাস
তার দামী ষড়যন্ত্র
চক্রাকারে দিন থেকে রাত খুঁজে আনে
এখনও কান্না শোক – ফুল ফোটায়
ঘুম জড়ানো হাতের আঙুল
চকমকি পাথরেও গাঢ় অন্ধকার ।
খেয়া পারাপারে অবরোধ দীর্ঘ থেকে দীর্ঘতর রোজ
গোধূলির গৈরিক দৈনতা
পদাবলী লিখে গেছে বৈষ্ণবের একতারা
“মনে রেখো “, বলেছিল পথের ধুলো’টি
ভুলে গেছে মনে রাখা দোষ
নেই বাকি?
আছে সব
গোপন পাহাড়…
তুমি ভালো থেকো, জন্মজরুল
অঘ্রাণের রাতে মনে কোরো, আমি নেই
শরীরের ছাপ আঁকো অন্ধ দু’ চোখে
বারুদের গন্ধে ঢেকে নাও লজ্জা
আঁচলের গিঁট খুলে
দেরি হয়ে যাক মিথ্যা সকাল
একটা শিমুল গাছ
দেখো, ফুল হবে একদিন
লাল লাল লাল….
বৃষ্টির গান
ছদ্মনাম চেনো
আরও কিছু বলে যেতে হবে?
সময়ের সাথে থাক চিঠির মশাল..