কবিতায় রূপক চট্টোপাধ্যায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
না কবিতা
বারুদ বরণ ভোরের গায়ে
শ্যামল বরণ শিশু।
হত্যাকারী র হাতের নীচে
যে যার মতো যিশু!
সুরের ভুলে সানাই ভাঙে
নিঝুম বুকের জমি।
(তবু) জলের সুখে মেঘের সিঁড়ি
বৃষ্টি ধারায় নামি!
ভ্রুণের ভেতর জাগিয়ে রাখি
আদিম নীহারিকা।
পালক ছিঁড়ে খুঁজতে থাকি
কোথায় আগুন পাখা।
দুঃখ গুলি পারদ খোঁজে
জ্বরের ঘোরে ঘোরে।
সুখ গুলি তো ঘোড়ার মতো
ঘুমের দেশে চরে!
আমরা সবাই ব্যস্ত থাকি
মানুষ মানুষ খেলায়।
হিংস্র হওয়ায় আলিঙ্গনে
ধুসর হওয়ার দোলায়!