• Uncategorized
  • 0

কবিতায় রতন বসাক

” চাই শুধু চাই “

মানুষ আর বোঝে না আপন পর
সবাই হয়ে গেছে ভীষণ স্বার্থপর ।
শুধুই ভাবে নিজের স্বার্থের কথা
বুঝেও বোঝে না অন্য কারো ব্যথা ।
নিজেই সে নিজেকে গড়ে চলেছে
ভাবেও না কখনো কে কি বলছে ?
আমি থাকবো ভালো এই মনোভাব
সব পেয়েও মেটে না কোন অভাব ।
হৃদয়ে একটাই ইচ্ছা চাই শুধু চাই
আত্মসন্তুষ্টি নেই যতই কেননা পাই ।
নিজের স্বার্থে মগ্ন অন্যের কথা ভুলে
কেউ মনের কথা বলে না মনটা খুলে ।
হৃদয় যদি কখনো কিছু বুঝতে চায়
মনটা তাকে গিয়ে জোর করে থামায় ।
বলে নিজের কথাই শুধু তুমি ভাবো
অন্যের প্রয়োজনে কেনইবা যাবো ?
নিজে একা একা সমাজে যায়না চলা
তবুও তাদের ভালো কথা মিছেই বলা ।
শুনেও শোনে না যে কারো কথা ওরা
নিজেকে নিজ স্বার্থে ব্যস্ত রাখে যারা ।
হৃদয় বড় হলে ছোট করছে পিটিয়ে
মনটা তো আগেই গেছে ছোট হয়ে ।
নিজেকে তৈরী করছে নিজের মতো
তাতে হোক না কেন কষ্ট তার যতো ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।