• Uncategorized
  • 0

কবিতায় রতন বসাক

টোপের চক্কর

সময় এখন চলছে টোপের
ভুগছে সবাই ওদের কোপের
উপায় কোন নাই,
কাজের জন্য গেলে পরে
চামচাগুলো এসেই ধরে
তাদের কিছু চাই ।
আসুন দাদা বলবে হেসে
শুনলে ওদের যাবে ফেঁসে
নিতে কোন কাজ,
সোজা পথে হয়না কিছু
ঘুরতে থাকো ওদের পিছু
চালায় তারা রাজ ।
ফিস্ ফিসিয়ে কথা বলে
শোনার পরে মনটা জ্বলে
দিয়েই যাবে টোপ,
দেখে নেবে আগে পাছে
মানুষ চিনে যাবে কাছে
বুঝেই মারে কোপ ।
কোন ভাবেই কারো কথা
শুনবে না যে কোন ব্যথা
ওদের যারা বাপ,
কেমন যেন সময় চলছে
সবাই এখন এটাই বলছে
জেনেই করে পাপ ।

আফসোস

ভেবেছিলেম পাবো একদিন তাকে
দেখেই ভালো লেগেছিল যাকে ।
কত স্বপ্নের জাল বুনেছি দিনে রাতে
ছিলেও তুমি মনের কল্পনাতে ।
গিয়েছি ভালোবাসায় ভরা মন নিয়ে
পারিনি বলতে সে কথা সামনে গিয়ে ।
তবুও ক্ষান্ত হইনি কখনো আমি
তোমার চেয়ে কেউ ছিল না দামী ।
এভাবেই কেটেছে কত দিন কত মাস
পাইনি তোমার কোনই আশ্বাস ।
ভেবেওছিলেম জীবন কাটাবো সাথে
আসুক না যতোই বাধা পথে ।
ভালোবাসা পাবো ভালোবাসা দিয়ে
সুখে-দুখে একসাথে যাবো এগিয়ে ।
কোনদিনও বোঝনি তুমি আমার কথা
হৃদয়ে বয়েই চলেছি শুধু ব্যথা ।
ভালোবাসা দিলে নাকি ভালোবাসা হয়
তবে কি পাওয়া এতোটা সহজ নয় ?
তোমায় ভালোবেসে হবো আমি সুখী
ভালোবাসা না পেয়ে রয়ে গেলাম দুখী ।
থেকে গেল আমার ভালোবাসা অপূর্ণ
মনের স্বপ্নগুলো একে একে হলো চূর্ণ ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।