• Uncategorized
  • 0

কবিতায় রতন বসাক

সঠিক বিচার

সাধুগুলোর হত্যা দেখে
চোখে আসে জল,
কারণ ছাড়া গুজব শুনে
মারলো যখন দল ।
পুলিশ ছিল সামনে ওদের
পালায় ছেড়ে সব,
লাঠি দিয়ে মারতে মারতে
করতে থাকে রব ।
এতই নিষ্ঠুর মানুষগুলো
দয়া মায়া নাই,
চোখে মুখে শুধুই ছিল
ক্রোধে ভরা ছাঁই ।
কোথায় গেল মানুষ্যত্ব
কি ভয়ঙ্কর রূপ,
শাস্তি ওদের দিতে হবে
যতই বলুক চুপ ।
এমন করে চলতে থাকলে
সমাজ হবে ক্ষয়,
সঠিক বিচার করতে হবে
কারো ভয়ে নয় ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।