কবিতায় মৌসুমী মণ্ডল দেবনাথ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
হলুদ বাসর
আমলকি বনে শীতভোর দেখেনি কতদিন বাদামি হরিণের দল।
দিন পেরিয়ে গেলে দু’হাতে লেগে থাকে জারুলের বেগুনী নিঃশ্বাসের দাগ…
তীব্র বিষাদ জমে আছে মান্দারের আদিম কোটরে।
কতোদূরে আছো জোনাকি, আলো আর তুমি…
রাত্রির ওপারে ছুঁয়ে দেখেছো কি চাঁদ, তারা, নদী ?
নিস্তব্ধতা মেখে এখনও লুকোচুরির খেলার প্রহরে চিলেকোঠায় সেজে আছি মেঘের শাড়িতে …
হাসনুহানার ঝোপে মায়াপাখিও রোদ লুকোয় প্রতীক্ষায়…
সব জন্ম অন্ধ হয় গৃহবাসের আলোর প্রহসনে।
হৃদয় ভেদ করে পড়ে থাকে…
দু ‘একখানা বাসি প্রেমের কথা।
এই তুমিই কি সেই তুমি…
একটা জন্ম কাটলো বুঝি !
এই সাঁকোটা পেরিয়ে গেলেই
হলুদ ফুলের সেই বাসর…