কবিতায় মুহাম্মদ ইসমাইল
বেকার যন্ত্রণা”
শৈশবের স্বপ্নটা আজও তাড়া করে
মা-বাবার ইচ্ছা পূরণের লড়াই লড়ে গেছি
হা-ভাতের জীবন যাত্রায় ছুটেছি কতো পথ
একচিলতে জমিখানা ও হারিয়েছি
স্বপ্নে স্বপ্নে ছুটেছি মহাশূণ্যে
“একটা চাকরি,একটু বাঁচার আশায়”
শিক্ষার ডিগ্রি নিয়ে অফিস আদালতে
মূল্যহীন মেধার মাপকাঠিতে ঠকে যাই বারবার
অমূল্যের কাছে রতন ধরা দেয়
কালো মেঘে আমার আকাশ ছেয়ে যায়
জোনাকির আলোটাও মিটমিট করে
অসহায় অসহ্য যন্ত্রণায় আমি কাতরায়
ডিগ্রির সার্টিফিকেটগুলো মরীচিকা মনে হয়।