কবিতায় মিঠু নাথ কর্মকার by TechTouchTalk Admin · Published February 25, 2020 · Updated February 25, 2020 খিদের সংক্রমণজানলার বেড়া ভেঙে ঢুকে পড়া জ্বলন্ত চাঁদের স্ফুলিঙ্গ গুঁজে দিই বহুদিন আগুন না পাওয়া উনুনের মুখে… উষ্ণ আঁচের চুমু শুষে নেয় স্যাঁতসেঁতে অভিমান উপোসী হাঁড়িপেটে বেড়ে ওঠা যন্ত্রণাই জানে আগুন ও অপেক্ষার ঋণ… অঙ্গারের পাকস্থলীতে ছড়িয়ে পড়ে খিদের সংক্রমণ … ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love