• Uncategorized
  • 0

কবিতায় মালিপাখি

যেই এঁকেছি 

যেই এঁকেছি আয় লেখা পুর, সাতটি মাটির বাড়ি…..
অমনি রাখাল বাজায় বাঁশি পথ ভোলাতে পারি ।
যেই এঁকেছি ধানের গোলা, বুলবুলি, বক, ফিঙে ….
অমনি রঙিন একতারা ফুল বসলো গরুর শিঙে ।
যেই এঁকেছি পাহাড় চূড়ো আকুম বাকুম ঘুড়ি …..
অমনি পাগল বাউল বাতাস মন করে নেয় চুরি ।
যেই এঁকেছি দেবদারু মন মেষ পালকের স্মৃতি….
অমনি আকাশ দেয় সাজিয়ে মেঘ বালিকার
চিঠি ।
যেই এঁকেছি পাতার সাঁকো, যেই এঁকেছি তোকে,
অমনি বুকে চার মুঠো আর পাঁচ মুঠো রোদ ঢোকে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।