কবিতায় মনোজ দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

বাঁকুড়া শহরে জন্ম ও বেড়ে ওঠা। বর্তমানে পেশায় অতিথি অধ্যাপক
দিদা
শেষদিকে চিনতে পারেনি তেমন
শুধু অপলক চেয়ে থাকা
আত্মীয়, যে যার মতো আসে
কিছুক্ষণ থাকা; ফিরে যাওয়া
মেডিক্যাল সায়েন্স বলছে
ব্রেনে অসম্ভব জল
আগুন ও পুকুরের যুদ্ধে
ক্রমশ ফুরিয়ে যাচ্ছে দিদা
বার্ধক্য
চারমাস বসে
অসুস্থতা বলতে বলতে নিজেকে ভেজায়
অথচ দীর্ঘ সময় ঘাম নেই
যেকোনো কিছুতে মেজাজ হারিয়ে ফেলা লোক
হঠাৎ কেমন মৃদু হয়ে ওঠে
কোনো সন্ধ্যেয় এসব পুরনো গল্পের ছলে
সাবধানে ছেলের মধ্যে ঢুকে পড়ছে বাবা