কবিতায় মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়

আপনার আজকের দিনটি

একটা লক্ষীছাড়া কালো রাত ,তার রাতের বাসি
কাপড় ছেড়ে নামাবলি গায়ে প্রত্যুষের ঠিকানায় ছাপে আপনার আজকের দিনটি।
রাশি মিলিয়ে গোগ্রাসে খুঁজে নিন কোনো প্রাপ্তিযোগ আছে কি না!
পৌঁছে যান এক উজ্জ্বল আলোময় মুহুর্তে।
সেই মুহূর্তকে না দেখে কোনো কম্বলের তলায় যদি মুখ লুকানো থাকে তাহলে কিছু তৃপ্তির বার্তা আসলেও দেবাদিদেব মহাদেব আশীর্বাদ ছিটিয়ে দেবেন অন্যত্র।
কারণ আশীর্বাদের হাতটা মশারির দেয়ালের খরখরতায় কোমলতায় আঘাত প্রাপ্তি ঘটায়।
প্রহরে প্রহরে সময়ের হাতছানি নিয়ে যাবে আজকের দিনের প্রতিটি মুহূর্ত।
বেলা বাড়ার সাথে সাথে সময়ের জল প্ৰকল্প ঘুম ছুটিয়ে দেবে। জল বিলাসী রাগ অনুরাগ কলতলা
মাতিয়ে দেবে।
আপনি যেমন টি ভাবছেন তেমনটি নাও হতে পারে। সকালে গরম এক কাপ চায়ের চোখে খবরের কাগজ বুলিয়ে একটা সিগারেট ধরিয়ে বাজারে যাওয়ার
ভঙ্গিমাটা একটু কেষ্ট বিষ্টু টাইপের। এই পর্যন্ত ঠিক
থাকলেও বাকিটা দেখে শুনে আপনার গা জ্বলে যেতে পারে।
কোনো দরাদরি নেই হৃষ্টপুষ্ট বাইক থামানো একটা ছুড়ে দেওয়া থলে , বিভিন্ন সেরা মাছ বেশ ভালো পরিমান নিয়ে আপনার নাকের ডগা দিয়ে চলে যাওয়াটা আপনার মেজাজ খারাপ হতে পারে।
আপনি চুনো চানা , না সেটাই বা বলি কি করে , এখন চুনোর কদর এক প্রকার আকাশ ছোঁয়া। কলেস্টেরলের গুঁতোয় মন ঠাণ্ডা করে গিন্নির হাতে তুলে দিয়ে বলুন , যা গরম পড়েছে ,অবশ্য গরম পড়লে বাঁচোয়া। নইলে আপনাকেই ঠিক করে নিতে হবে আপনার ভাষণ। ওই পাতলা ঝোল টা করো , ডাঃ এখন চারাপনাই খেতে বলছে।
আপনার ভিতরে দাবানলে কয়েক হাজার আক্রোশ অনায়াসে ছাই হয়ে যাচ্ছে। বাইরে দেখানো যাবে না। কারণ আপনি ভদ্রলোক।
মুহূর্ত বড় জটিল । বিকেলের পর থেকে কি ঘর কি পর কাউকে সহজ ভাবে আন্তরিকতা দেখাতে যাবেন না। ছক কষে অঙ্ক করে নেবে , নির্দ্বিধায় তকমা লাগিয়ে দেবে , নিশ্চই কোনো স্বার্থ আছে। তাই ঝামেলায় না জড়িয়ে নিজেকে পট পরিবর্তন করে পুরুষোচিত ভাব প্রতিষ্ঠা করতে পারেন।
নানান খুঁটিনাটি সমস্যা বের করে অহেতুক কথাবার্তা বলে সময় অতিবাহিত করাই বাঞ্ছনীয়।মালতির মা এক ন্যাতায় হুর হুর করে ঘর মুছে কত স্পিডে বেরিয়ে গেলো সেই ইকোয়েশন টা বের করার চেষ্টা মনে মনে করুন । সাবধান , একবার ও মুখ খুলবেন না।
কিছুটা উতলা প্রশমিত হয়ে এক কাপ চায়ে তুফান তুলে পাড়ার দোকানে কান পেতে নিন C.A.A ,. N. R .C, N .P R নিয়ে মুখরোচক আলোচনায়।
বেকার যুবক কীভাবে চাকরি পাবে সেই উত্তরের মৃদু হাওয়ায় আপনার গায়ে একটু হাওয়া লাগলেও তৃপ্তির কোনো খোঁজ পাবেন না।
যাক যদি অভ্যাস থাকে দুপুরের ভাত ঘুম নষ্ট করবেন না। দিবা স্বপ্নে আর একটি নতুন পৃথিবী গড়ে তুলুন।
আজ আকাশটা বড্ড বেশি নীলের মাঝে যে ধোঁয়াশা
আছে সেটা খুব বেশিক্ষন মনের উপর চাপ পড়বে না। পাশের বাড়ি থেকে মিহি সুর আপনার যৌবনের কিছু স্মৃতি উস্কে দিলেও মন খারাপ আপনার হতেই পারে। আপনি এ ঘর ও ঘর ঘুরতে ঘুরতে আয়নার সামনে এসে দাঁড়াবেন না । কি দরকার কয়েকটা সাদা-পাকা চুলের বিভ্রান্তি সৃষ্টি করা। দিব্বি চলুন। রাস্তায় বুড়ো বুড়ির দেখা মেলে না ।
আপনার জীবনে হঠাৎ সন্ধ্যে নামেনি । আপনি সন্ধ্যের আকাশে এক ফালি চাঁদ দেখে কলম তুলে নিয়েছেন । লিখেও ফেলেছেন বেশ কিছু লাইন। তবু আপনার বুক বাজানো সাহস নেই সেগুলোকে কবিতা বলার। আপনি প্রসিদ্ধ কবিদের লেখা পড়ে লাইক, কমেন্ট দিতে অভ্যাস করে ফেলেছেন । আর আপনার লেখা পড়ে নির্লিপ্ত থাকা ওনারা অভ্যাস করে ফেলেছেন। সময় আপনাকে বুঝিয়ে দিচ্ছে টিট ফর ট্যাট না করলেও সব চেয়ে আগে আপনি নিজেকে সম্মান দিন। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক চাপান উত্তরণে আপনাকে বোঝাপড়া করতে হবে। নইলে আপনি টিকতে পারবেন না। তাই বলে কলমে? নৈব নৈব চ।
আপনি দুশ্চিন্তায় জর্জরিত , জমানো টাকায় সুদ কমে গেছে। ওষুধের খরচ বাড়ছে। মেনে নিতে হবে। সেটাই একমাত্র ধর্ম। এখানে কোনো স্লোগান আজ অন্তত আপনার পক্ষে কিছু করতে পারবে না।
রাতে হালকা খেয়ে তৃপ্তি মনে ঘুমোতে যান এই ভেবে আজ সারাদিন অন্তত একটা সুরাহা পেয়েছেন , আপনি যা আপনি তাই থাকবেন । এক ঘুমে যেন সকালটা হয়। আপনার চারপাশ যখন অভ্যাসে রাত্রি যাপন করছে আপনি বড়জোর রাস্তার কয়েকটা কুকুরের ডাক শুনে এপাশ ওপাশ করবেন। তা, এই নিয়ে কারো কোনো মাথাব্যথা থাকবে না। তাই নিশ্চিন্তে একটা ঝকঝকে সকালের আশায় নিজেকে ভালোবাসুন।রাজধর্ম পালন করুন।
ওঁ তৎ সৎ …..
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।