কবিতায় বিকাশ গায়েন
ক্ষমা
সময়ের সঙ্গে কত কিছুইতো বদলে যায়
পুরোনো কথা তুলেই বা কী লাভ!
ঝড়ের পাখি সেই কবেই উড়ে গেছে
পোষ মানিয়ে বসন্তদিনের মনখারাপের হাওয়া।
সারাদিন উড়ে উড়ে সে এখন ঘাস খড়
তুলে এনে বাসা বানায়,দানা খুঁটে তুলে দেয়
সন্তানের মুখে।
কাশের জঙ্গল ঘেরা রেললাইন,মুদিখানার
সংকীর্ণ পরিসর ,স্কুল বাড়ির নির্জন চিলেকোঠা,
কালী স্যারের কোচিং এর পথ
বাঁক নিতে নিতে বাঁক নিতে নিতে
এতদূরে এসে পুনরায় মুখোমুখি আজ।
পুরোনো কথা না তোলাই বরং ভাল !
ক্ষমা হয়ে ঝরে পড়ে ধুলো জমা বাইশ বছর।