কবিতায় বর্ণজিৎ বর্মন
ধৈয্যের বাঁধ গড়ো
কথা দিযেছিল কতো পাখি কতো কলতানে
দুঃখ তো মুছবে একদিন
নতুন সূর্যের
খুব ভোরে আলোর আগমনে
পথিকের সাথে পথিকের আলাপ হলো
আপন সংগোপনে
ভরদুপুরে শব্দের কোলে বসে
মায়ামাখা কন্ঠে গেয়ে উঠে,
এক বাউল
আঘাতে আঘাতে চিনে নাও যতো পারো
প্রহরের ঘন্টা ধ্বণি,
প্রত্যাঘাত ফিরাবে না পাখি
আননোন্ গাছের ডালে বসে
জানো ,
জগতের বুক জুড়ে
ভাগ্যদেবতার মায়াময় লিলা-
নিয়তি বর্মনের কপালে
কাছাকছি বসবাসকরে ।
আপন সীমান্তে ধৈয্যের বাঁধ গড়ো,
জনমঙ্গল দারে দারে
জ্ঞানের আলো অন্তরে অন্তরে জ্বালো
একদিন সুবৃক্ষ হবে ..