কবিতায় প্রভাতকুমার মুখোপাধ্যায়
by
TechTouch Talk
·
Published
· Updated
দিপালী ও নিম্নচাপ
কুমারী কদম্বের তপ্ত কাঞ্চন পেটেন্ট নিয়েছিল নাকি যতুকাকুর ঠাকুর
সেইবার! ধনেখালির মৃন্ময় কোঁচড়ে আগলে রেখেছিল সে হেমবর্ণ প্রভা
কটিদেশে, জঘনে, স্তনে
ধুসরপীতাভ হয়েছে কি ওই বর্ণমালা—বয়সপাথরের ভারে, কঠিন আস্তরণে?
প্যান্ডেলে যাবো কি ছাই, যা বৃষ্টি নেমেছে এই অ-ঘ্রাণ টারমিনাসে
বছরকয়েক হল– লিভিংরুমে বন্দি থাকতে চায়নি আর স্বপ্নেরা!
সেই নরুণপেড়ে সুখ, সেই তেইশতম বসন্তের উষ্ণ হলুদ
ড্রেসিং টেবিলের নিরালা নির্জনতা,
লিপগ্লস, আই-লাইনারের একান্ত মুহূর্ত অতি ক্ষিপ্রতায়
পেখম গুটিয়ে অপাঙ্গে টাঙ্গানো সে আহ্লাদী স্নিগ্ধতা
শিকড়ে শিকড়ে চারানো আকাশ বাইতে চাওয়া বায়ুর ফিসফিস
ছোঃ, লোলচর্ম বৃদ্ধের মতন খর্ব হয়ে পড়েছে নগ্নতা, ভুলে গেছে যৌবধর্মের গান!
ম্যাডোনা কি খালি গলায় কখনও আর গাইবে ক্ল্যাসিকাল?