কবিতায় প্রভাতকুমার মুখোপাধ্যায় by TechTouch Talk · Published November 4, 2019 · Updated November 3, 2019 অজর-অমর-অক্ষয় এবং আদিম নেবুক্যাডনেজার আমি—রোদেল কুচিপুড়ি এনে রাখি প্রাচীন ঝুলন্ত বাগানে ষোড়শী ঝর্ণা আবার, তুমি—উচাটন বিলোল হাসি ফুটিয়ে, নয়ন-সমীপে মেতে উঠেছে সুখ, ষ্ট্রিপটিজে, পরত খুলে খুলে চড়াই-উৎরাই, কার্ভ আর তার যাবতীয় আঁকবাঁক, লুকানো কিছু খাঁজ, সময়সুয়োগমতো সুগভীর খাদ—আআধশোয়া আলো তার ঢালে, ষাটিয়া বসন্ত একপাশে প্রমাণ করেই ছাড়বে নিশ্চিত—ছায়া হল আলোরই ব্যর্থতা দখলে নিয়েছে খাক, ফ্যাকাশে আকাশ—রঙ্গিন ক্রেয়নে চিরচেনা সূর্য যেন, বেজে ওঠে ফের, মারোয়া–ইমনেSpread the love