কবিতায় পার্থজিৎ চন্দ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
স্রোত
জঙ্গলের মধ্যে লতাপাতাডাকা এ-রিসর্ট
আসলে এক পরিত্যক্ত বাতিল জাহাজ। শুকনো নদীর খাদে এসে থমকে পড়েছে
ক্যাপ্টেন-কেবিনে দুলছে ভারী লন্ঠন
সারা গা’য়ে উড়ুক্কু-সাপের ছোবলের দাগ নিয়ে
একে একে নেমে আসছে বিষন্ন মানুষ
সাদা-পাথরের নদীখাদ যেন আকাশগঙ্গা… তারা
ঘুমের ভেতর ইথার-পাথরে শোনে
দূর বন থেকে ভেসে আসা ময়ূরের চিৎকার
ময়ূরের গলা-চেরা দু-এক রক্তবিন্দুমাখা তিরতিরে স্রোত
পাথর পেরিয়ে আজ বয়ে আসছে তাদের শায়িত মুখে
নিস্তব্ধতা
আমি অনেক দূরের যুবক। টোটো চালাই। দূর আত্মীয়তা বশে
এখানে এসেছি
জানি ঘরের ভেতর তুমি আছ। ইমিটেশনের চুড়ি হাতে
টুংটাং করতে করতে থেমে যাচ্ছে
মাঝে মাঝে বেজে উঠছে। একটা একটা করে খুলে তুমি
সাজিয়ে রাখছ অন্ধকার… সবুজ বটুয়ায়
আমি অনেক দূরের। শুধু চাই
একটি চুড়ির পাশে অন্তত
আরেকটি থাক। টুংটাং করে
বাজতে থাকুক