মা মরে পড়ে আছে রেলষ্টেশনে
অবুঝ শিশু বোঝেনি,
শাড়ি ধরে দিচ্ছে টান
ভাঙবে ঘুম এক্ষুণি।
গেল গেল রব উঠলো দেশে
উতোর চাপান সাগর সমান,
চোখের জলে ভাসলো সোশাল
ডুবে গেল দেশের মান।
ভাবা যাদের উচিত ছিল
তারা এসব ভাবলো কই ,
ঘরে বসে বসে আমরা সবাই
করছি মিছে হৈ চৈ।
ও রকম তো কতই ঘটে
এটা আবার নূতন কী ,
ওরা থাকুক দুধে ভাতে
নূতন সূর্য দিচ্ছে উঁকি।।
২। শপথ
দেশের মাটি হাতের মুঠোয়,মাটি ভেজা চোখের জলে,
চোখের জল আর আছে কত, শুকিয়ে যাবে সময় হলে,
হাঁটতে হবে অনেকটা পথ।
চোখে যেদিন ঝরবে আগুন,লাগবে আগুন সাগর জলে,
পুড়বে যখন সম্পর্ক গুলো, ততই সেটা হবে খাঁটি,যাবে না গলে,তখন না হয় নেবো শপথ।
তপ্ত হলে লাগবে ছেঁকা,লাগুক না, তৈরী থাকো, দাঁত তো আছে,ধরো চেপে দাঁতে তে দাঁত,ভাঙবো তবু মচকাবো না।
চলবে তখন বিজয় রথ।
লোহার প্রাচীর ভাঙতে গেলে লাগবে শত আগুন গোলা,
চোখের জল ঝরবে যেদিন আগুন হয়ে সেদিন প্রাচীর আর থাকবে না।
স্পার্টাকাস দের হয় না মরণ,মাটিতে আছে বীজ বোনা,জল নয় আগুন পেলে হবে দ্বিগুণ,এখন
শুধু দিন গোনা।।