কবিতায় নিশীথ ষড়ঙ্গী
লগ্ন
প্রতিটি পালকভোর ছুঁয়ে দেয় তোমার দুচোখ
প্রতি লোমকূপে তার ছড়ায় অলৌকিক তাপ
তুমি লিখে রাখো নাম,শাখাবৃন্তচ্যূত
লিখো রাখো : অবোধ, নিষ্পাপ
প্রতিটি ভোরের স্বপ্নে দিনের আশ্চর্য দিন যায়
ভরে ওঠে সমস্ত নিখিল
সে রহস্যআলোর দিকে পাঠাও তোমারনৌকোটিকে
অনেক অনেক দূরে যেখানে জলের নিচে
মিশে গেছে নীল,,,,,