কবিতায় নিবেদিতা চক্রবর্তী
by
TechTouch Talk
·
Published
· Updated
মনের ঘর
মনের ঘরেতে নিকোনো উঠুন,
আলপনা জল’ ছবিতে,
পরিপাটি করে সাজানো সে ঘর,
যেন জল সমুদ্রে জেগে থাকা চর,
রেখেছি, এঁকেছি, মনের সে ঘর,
প্রেমের রঙের তুলিতে।
সে ঘরের তলে, তুলসী তলায়,
প্রতি সন্ধ্যার সন্ধ্যে,
নীরব অস্তে পাটেতে সূর্য,
মুখর শঙ্খ শুভ্রে।
সে ঘরের এর পাশে জামরুল গাছ,
শীতল ছায়ার মায়া,
পাশে বয়ে চলা ছোট্ট নদীতে,
মনের ঘরের ছায়া।
সে ঘরেতে নেই বন্ধ দুয়ার,
স্নেহ মায়া ভরা, পথ অনিবার,
শীতল পাটিতে আলসে দুপুর,
ক্লান্তি খোওয়ায় সাঁঝেতে,
পিতল ঘটিতে সুশীতল জল,
পবিত্রতায় করে টলটল,
ধুলোমাখা পথে ক্লান্ত পায়ের
ক্লান্তি ধোয়ায় চকিতে।
সে ঘরেতে বাস মনের আমার,
আসবাবহীন ফাঁকা চারিধার,
জড়ো করি স্মৃতি, আবেগের ভার,
সেথায় পরতে পরতে।
দুঃখগুলিকে যত্নে সাজাই,
সুখটারে বলি,দেখেশুনে ভাই,
নিরাশাগুলিকে পাশেতে সরায়ে,
আশাদের রাখি জাগিয়ে।
স্বপ্নকে বলি, মাটিতে থাকিস,
ইচ্ছারে বলি, সমঝে চলিস,
অনিচ্ছাদের অবহেলা ভরে,
ঘর থেকে করি বাহিরে।