কবিতায় দেবাশিস মুখোপাধ্যায়

টুকরো টুকরো কার্তিক

১.

মেঘের ভিতর ছাইরঙ
হু হু শূন্যতা কুড়োচ্ছে অনুভব
মর্জিনার থেকে সরে গেছে উজান
দেশ মানে কি সে আজও বোঝে না
মাটির কাছাকাছি মরা আম্মার গন্ধ পায়

২.

শূন্য বাড়িটা গিলে খেতে আসছে
সন্ধ্যার আঁচড় পড়ছে বিষন্নতায়
অভাব নেমেছে ভরা বাগানের শরীরে
নীরবতা পালন করছে অভ্যাসের অন্ধকার
ভালো থাকা কারোরই বোঝা হয়ে উঠল না

৩.

ঘামের ঘ্রাণ নিয়ে পড়ে আছে মাথার বালিশ
এলোমেলো ডালপালায় আটকে কুয়াশা
বাতাস ডাকছে ঝিঁঝিঁদের
বাঁশপাতারা কথা বলছে আঁধারের সঙ্গে
শীত এসে গেল নিঃশব্দে ভাবনার নৌকায়
Spread the love

You may also like...

error: Content is protected !!