কবিতায় দেবানন্দ মুখোপাধ্যায়
অরিগামি
অরিগামি একটা কাগুজে শিল্প।
আবিষ্কারের গোড়ার কথা,
‘গুগল ‘ খুললেই পাওয়া যায়।
মোদ্দা কথা একটা আনকোরা কাগজকে
ভাঁজ করে করে নানা রূপ দেওয়াই
অরিগামির ধর্ম।
পাখী,নৌকো,প্রণত মানুষ,
সাপ,ব্যাং,ফুল,দোয়াত– আরও কত কি!
সারাজীবন ধরে মানুষ চেষ্টা করছে
নতুন নতুন কিছু বানাবার,
কিন্তু নতুন বলে কিছু কি আছে?
পুরোনো আগ্নেয়াস্ত্র একটু এদিক ওদিক
ভাঁজ করে তৈরী হচ্ছে এ কে ফর্টিসেভেন
পায়রা মানুষের আংগুলের ভাঁজে
হয়ে উঠছে হিংস্র বাজ।
ভাঁজগুলো ঠিকঠাক দিতে পারলেই
সাদা কাগজ হয়ে উঠতে পারে
আমার আপনার জীবন-সংশয়ের চাবিকাঠি।
আমরা এখন সেই অরিগামির খেলায়
সব ভুলে মগ্ন হয়ে আছি!!