• Uncategorized
  • 0

কবিতায় দেবপ্রসাদ মুখার্জী

ক্ষুধার পরিমিতি 

আকাশের বাদামী কপালে বিন্দু বিন্দু ঘামের ক্ষরিত উৎস্রোত ,
নতমস্তক মেহগিনী একটি করে পাতা ঝরিয়ে যায় ভেজা আঙিনায়
যে আঙিনা শিশুর পায়ের ছন্দে নেচে ওঠেনি সহস্র বছর ধরে ,
অতৃপ্ত কোদালের আঘাত সৃষ্টি করে নিরবিচ্ছিন্ন বিমূর্ততা ।
হৈমন্তী রোদ মেখে বুড়ো পায়রা নেমে আসে দু-একটা ,
নিশির ডাকে তাল কেটে যাওয়ার অব্যক্ত সাইন-থিটা চিরবিদ্যমান ।
গাছ থেকে টুপ করে কদবেল খসে পড়লেই ক্ষুধার্ত হামলা ,
বুড়ো পায়রার দল যেন এসল্ট রাইফেল হাতে সিরিয়ান মুক্তিযোদ্ধা ।
লোকাল ট্রেনের হুইসেল ছাপিয়ে পড়ে প্রেসার কুকারের দুর্ভেদ্য সিটি ,
ঘুম ভেঙে যায় প্রতিটি গাছের , বাকল কেনার লম্বা রেশন লাইন ।
একফোঁটা জল গড়িয়ে পড়ে আমার ঘোলাটে চোখের কোনায়
আর্দ্রতা শুষে খায় মাটির রন্ধ্রগুলি , ফ্যাকাশে শুশুকির মতো ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।