কবিতা – দীপক জানা
by
TechTouch Talk
·
Published
· Updated
বিদ্যাসাগর২০০/বিশেষ সংখ্যা
ভেসে গেছে বর্ণপরিচয়
ঐক্য, বাক্য, মাণিক্য – বানানগুলোয় ডুবি
বিচ্ছিন্নতার স্রোত ভাসিয়ে নেয় বাক্যের আগাছায়
জীবন মন্থনে রত্ন ওঠেনা আর, অমৃতও
অজগর তেড়ে আসে
গোপাল, রাম, মাধব, রাখাল, সুরেন্দ্র
সকলেই এক ছাঁচে গড়া
আড় চোখে মেপে নেয় নারী স্বাদ, ক্ষমতাও
বর্ণপরিচয় ভেসে যায় খোলা ড্রেনে
বড় ছাতার আড়ালে মাস্টার মশাই
গ্রহণ লাগে দৈনন্দিন সূর্যের মুখেও
অন্ধকার নেমে আসে ক্রমে
ল্যাম্প পোস্টের আলোর নীচে
আজ আর কেউ পড়ছেনা।