কবিতায় দিশারী মুখোপাধ্যায়
by
TechTouch Talk
·
Published
· Updated
লিপ্সা
এইখানে এলে টের পাওয়া যাবে
গহনরাত্রি কাকে বলে
এইখানে এসো
তোমার বাড়ির সামনে
শুয়ে আছি আমি আকাশের নিচে
আমার দু’পাশে আছে
ছোট বড় গাছ
ছয়টি ঋতুর স্মৃতি সর্বাঙ্গে আছে
দু’দিকেই জ্বালানো যায়
একটি মোমেরবাতি যেরকম
আমারও দু’প্রান্তে আছে অনন্ত দৌড়
এসো , দৌড়ানো যাক
তোমার পায়ের ছাপ
যত বেশি আলপনা হবে আমার শরীরে
তত আমি মহাবিশ্ব হবো
তত আমি অনন্ত গহন