কবিতায় তন্ময় পালধি
by
TechTouch Talk
·
Published
· Updated
প্রাত্যহিক
রোজকার মত আরও একদিন,
রোজকার মত আরও এক রাত,
রোজকার মত প্রাত্যহিক কাজ,
রোজকারটার বদল হঠাৎ।
বদল আসলে বীভৎসতা,
বদল আসলে পাশবিকতা,
বদল আসলে চেনা সম্পর্কে,
বদল আসলে মানবিকতার।
মানবিকতার মুখোশে সবাই,
মানবিকতার চলছে সওদা,
মানবিকতার আড়ালে সবই,
শয়তানি হলো মানবিকতা।
শয়তান খুঁজি পথে ঘাটে বনে
শয়তান আছে চেনামুখেতেই,
শয়তান ধরা নয় তো সহজ,
শয়তান দ্যাখো আছে বাড়ীতেই।
বাড়িও যদি নয় নিরাপদ,
বাড়ি ছাড়া বলো রইবো কোথায়?
বাড়িতে রাষ্ট্র নজরদারি,
বাড়ীতেই তাই নিশ্চিন্তে!ঘুমাই!