কবিতায় জারা সোমা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
গোপন কথাটি রবে না গোপনে
তোর জন্য হলুদ শাড়ি
দেখাব বলেই সাজের বাহার
পঞ্চব্যঞ্জন ভোগ রেঁধেছি
ইচ্ছে ছিল পঙতি আহার
অতই যদি বুঝতিস তুই
ভালোবাসার গোপন কথা
তবে কি থাকত এমন
কলম জোড়া সুপ্ত ব্যথা!
তবুও রাখি মন্ত্র মাঝে
দুয়া জুড়েও থাকিস তুই
পারিস না কি বুঝতে শুধু
স্ত্রী না,আগে ছিলাম সই
কেন করিস এত অবহেলা
চোদ্দ বছর পেরিয়ে গেল
কত আর আছে হাতে
সময় ডাকের এগিয়ে এলো
এভাবেই কি কাটবে বছর
অপেক্ষা আর চোখের জল!
বেলাশেষে বল না এবার
সইরে,আজ জলকে চল
আয় আবার শুরু করি
নতুন করে চেষ্টা বোঝার
ভালোবাসার মরচে গুলো
ছেঁচে তুলে সরিয়ে রাখার
আবার আসুক জোরে তুফান
ভাসিয়ে দিক আজ সুনামী
ভালোবাসা জ্বালাক আলো
জীবনটা হোক একটু দামী।।