কবিতায় গৌরীশঙ্কর সিংহ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
এভাবে বোলো না
এভাবে ছোঁবে না
কানের লতি
বিকেল বিকেল লাগে বড্ড
একটু শরৎসকাল দাও
একটু কাশপালক
একটুখানি উড়ি দুজনে
আঙুলের ঠোঁটে একটু চিমটি
নরম কোলাহলে ডুবে থাক চোখ
এভাবে আর্দ্র হয়ে বান ডাকো
কিনারের বাঁকে কাকে কথা দিলে এবেলা
বসন্তের শরীরে পাতাগুলি নড়ে
তুমি পাগল হবে দেখো
ছেড়ে যাওয়া টুকরো আলো কি ভালো কি ভালো!
হ্যাঁ
আর তুমি
মরমে দিয়েছি তাকে সব
এভাবে বোলো না
তবু মৃগনাভির গন্ধ তোমার বুকে আমি পেয়েছি
এভাবে বোলো না
বড্ড পাগল পাগল লাগে…