• Uncategorized
  • 0

কবিতায় রতন বসাক 

” এমন মানুষ “

অনেক আশায় জন্ম দিয়ে
   দেখান ধরার আলো,
মায়ের মতো এমন মানুষ
    হয় না কেহ ভালো ।
মনের জোরে পালন করেন
      নিজের দুঃখ ভুলে,
যতই কষ্ট হোক না কেনো
      বলেন না মা খুলে ।
জীবন পথে মায়ের দানের
    আছে অনেক প্রমাণ,
 সময় পেলেই সেবা করে
   জানাও তাকে সম্মান ।
মায়ের সেবা করতে পারলে
      জীবন হবে ধন্য,
 এই পর্যন্ত যা যা পেলে
     সবই মায়ের জন্য ।
ভাগ্য ভালো তাইতো পেলে
     মানুষ মায়ের মতো,
 মাকে ছাড়া জীবন কাটায়
     আছে এমন কতো ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।