কবিতায় গৌতম যশ by TechTouch Talk · Published November 26, 2019 · Updated November 26, 2019 নদীকথা নদীর তীরে এসে দাঁড়ালো পায়ের শব্দ ঢেউ নাই… দূরে অপেক্ষায় কৃষ্ণচূড়া ভোর নৌকো বাঁধা আছে চলো যাই… সেই নদীর কাছে যাওয়া হয় না আর… যার এপার দেখে জল ছুঁয়ে ওপারে ছবির মতো মায়াময় আলো সিঁড়ি ভেঙে ভেঙে নেমে ঢেউ এর হাত ধরে কোথাও হারিয়ে গেল… সেই নদীর সাথে দেখা হয় না আর… তার পাশে বসা হয় না আর…Spread the love