নীরবতা হার মানিয়েছে তাকে
ভোরের আলোও যেন ছোঁয়াচে
না জানি কোন সে অভিশাপ
কোন সে অতৃপ্ত টান
বিদীর্ণ হৃদয়ে দাগ কেটেছে
অমানবিক ক্রোধে,
না না ভুল বলছি ক্রোধ না ওটা তো উল্লাস
স্বপ্ন দেখেছিল সে ,দেখেছিল এক পড়ন্ত বিকেলে
দুজনে বসে ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে,
চেয়েছিল কিছুটা রোমান্টিকতা
ভেবেছিল তার খোলা চুলে হাত রাখা মানুষটার
মুখ থেকে শুনবে প্রনয়কাহিনী
কিন্তু ওই বিকেলের কালবৈশাখী
ঝড় সব তছনছ করে দিয়ে গেল
আজ সে সব হারিয়েছে
সমাজ তাকে নাকি উপাধি দিয়েছে,,
সে হয়েছে চরিত্রহীনা
সে কিচ্ছু বলেনি–
মায়ের কোলে মাথা রেখে শুধু বলেছিল
আমি এটা চাইনি মা!