কবিতায় (গদ্য কবিতা) গৌতম বাড়ই
সময় সংশয়
ঘুণপোকাদের খাবলে খুবলে খেয়ে
একটা ওলা উবেরে চৌরাস্তায়
এক হিম বিয়ার উলঙ্গ নিশি ভাগাভাগি।
চাদরের তলে যে হাত
সে হাতে মুঠোফোন ঠিকঠাক।
চাঁদ কপালে গগন সুন্দরীর
একটা জাম্বো ঈশারা।
কতোদিন ভালো করে নদী দেখিনি
সাপ বেজী ইঁদুর টিকটিকি আরশোলা
খাল বিল পুকুর দিঘী কিছুই না।
মানুষ আর বিবেকটাকে রেখেছিলাম
অন্ধকারের গর্তের মলে।
দেশটা বেশ বিদেশ বিদেশ লাগছিলো
লেনছয়ে বাটোয়ারা হাইওয়ে গুলো
আলো বাহারীতে শহরের ডেকোরা মধুমাস।
জোমাটোসময়ে খসে খসে পড়ে
কংক্রিটের গলানো লাশ।
উদ্বৃত্ত মানুষের ছাঁকনি চাটার উৎসব
সবচেয়ে বড়ো প্রশ্ন-কে ভালো আছে?
এ আমারই তো দেশ!না আমি?