কবিতায় কৌশিক চক্রবর্ত্তী
by
TechTouch Talk
·
Published
· Updated
জঞ্জাল
যত ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছ অবাধ জঞ্জাল
আসলে ততটা পরিস্কার হচ্ছে না ঘর
সেক্ষেত্রে নির্ভেজাল জিভ আর কাজ করছেনা খুবএকটা
অক্ষরে অক্ষরে পূরণও হচ্ছেনা সকলের উর্ধ্বমুখী দাবী
বারান্দা থেকে ঝাঁপ দিলে লক্ষণরেখার কোনো নিয়ম ছিলোনা কখনোই
আজও নেই
তবু লাফিয়ে পড়তে গেলে সকলে মাথার দিকে তাকাচ্ছে প্রতিদিন–
পাখিদের মধ্যেও দ্বন্দ্ব লেগেছে সে বিষয়ে
সকলে উড়তে শেখেনি
হাঁটতে শিখলেও সকলে নিজেকে মেলে ধরছেনা ক্রেতার সামনে
তবু সবশেষে একটা মূল্য ধার্য হয়েছে শরীরের…
এখন হাটেও সারিবদ্ধ সাজানো রয়েছে সেইসব তালাবদ্ধ খাঁচা
পারলে শিখে নাও
আলোহীন ঘরেও নিয়মিত কিভাবে সরিয়ে ফেলতে হয় দৈনিক জঞ্জাল–