কবিতায় ঋতুপর্ণা সরকার
by
TechTouch Talk
·
Published
· Updated
জলছবি
পৃথিবী তোমার স্বাক্ষর খুঁজি দীঘল কালো জলে
চাঁদ নেভা বুকে তিস্তা ভাঙে তোমার খবর পেলে।
ওই পাড়ে তুমি মুক্ত আকাশ, দরজা খুলে রাখো
এ পাড়েতে বদ্ধ হৃদয়, অসম প্রেমের সাঁকো।
প্রেম অসম? এমন হয় কি? হয় বুঝি বেমানান?
বন্য তিস্তা ভাসায় দুকূল, দুর্বার অভিমান।
পৃথিবী তোমার ছায়া বুকে নিয়ে বয়ে যাই অক্লান্ত
প্রেম যন্ত্রণা অধিকারবোধে আমি আজ দিকভ্রান্ত।
হাতের মুঠোয় জল ধরে রাখি, মুঠি খুলে পাই শূন্য
নিকষ আঁধার ছায়াপথ ঢাকে, নির্বাক চোখ বন্য।
কোন একদিন কৃষ্ণচূড়ার ভোর হলে তুমি আসবেই
তিল তিল করে জমিয়ে রাখা ভালবাসাতে ভাসবেই!
পৃথিবী তুমি মুক্ত হওনা, যেওনা উলটো মুখে
তোমার ছায়া মেঘজল হয়ে থাকুক আমার বুকে।