জন্ম ১৯৮৮ সালের ১৫ ই সেপ্টেম্বর । বহুজাতিক সংস্থায় কর্মরত এবং বর্তমানে ব্যাঙ্গলোরেই বাস । প্রথম সম্পাদনা " নির্জনে বসে " । তারপর একটা লম্বা বিরতি । গত একবছর ধরে আবার লেখালেখি শুরু করেছেন । দেশ পত্রিকা সহ আরও কিছু পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে সম্প্রতি ।
প্রান্তিক
প্রান্তিক হতে হতে আর কোথায় গিয়ে দাঁড়াবে তুমি
দু বিঘে জমিতে জড়িয়ে রয়েছে তোমার
অতীত বর্তমান আর ভবিষ্যৎ ।
পরিশ্রমের নোনাজল বিক্রি করে
কোনক্রমে ভরিয়ে রেখেছ দু জোড়া পেটকে ।
আমার দেশ আর স্লোগান ছোট হতে হতে মিশে যাচ্ছে
তোমার
অন্ধকার ঘরে ।