কবিতায় ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়

অহং

দীর্ঘ অর্জুন গাছের ছায়ার
বিপ্রতীপে
শেষ মনোবল টুকু নিয়ে
ইচ্ছের ধারালো ধাতব দিয়ে
ভেঙে চলেছি অহং –
ঘর্মাক্ত শ্রান্ত
বিষাদ মাখা হেমন্তের সন্ধ্যায়
জোছনার গুঁড়োয় ,
ফুলের রেণু র সাথে
মিশে গেলাম –
আমি,আমরা ,তুমি, তোমরা
টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল
ইচ্ছের নিঃস্ব প্রতিলিপি
শুধু অটুট রয়ে গেল অহং
শিবলিঙ্গের  মত স্থাণু,দৃঢ় ও অনমনীয় ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।