• Uncategorized
  • 0

কবিতায় আলো বসু

জন্ম ---১৯৬০,১০ই ফেব্রুয়ারী , স্নাতক: কলকাতা বিশ্ববিদ্যালয়। কৃষ্ণনগর নিবাসী চারণ কবি স্বর্গীয় বিজয়লাল চট্টোপাধ্যায়ের প্রিয় ভাইজি । ওঁর প্রেররণাতেই স্কুলবেলা থেকে সাহিত্যানুরাগ । ক্রমশ কবিতা আসে। বাংলা সাহিত্যের অনাস্বাদিত অক্ষরের লোভেই বারবার এই বাংলায় ফিরে আসার সাধ ।

বদ হজমের শেষ পর্যন্ত

হজম শক্তি প্রবল হলে লোহা চিবিয়ে
গহ্বরে  চালান করে দেওয়া যায় নিঃশব্দ্যে !
শব্দের আলোড়ন তো বদহজমে
কীভাবে বর্ণনা করি  সেইসব দৈব দুর্বিপাক !
সেই অসুখ অসুখ রাত !
ওপর দিকে ঠেলে উঠতে চায় ,মুখের কাছে উঠে এলে
জাবর কেটে কেটে মিহি আদরে নীচে নামিয়ে রেখে আসি
একেকদিন সকাল থেকেই আনচান , জালা ভর্তি
ভুটভাট শব্দের উথাল পাথাল
উগড়ে দিতে পারলে হোত কিন্তু স্বস্তি সহজে আসে না
রাত আসে , ঘুম ছুটে যায়
হঠাৎ মধ্যরাতে বেসামাল বেগ হুড়মুড়িয়ে সাদা বেসিনে
কোনদিন জলবৎ তরলম , কোন কোন দিন
চালডালশাকসবজির গোটা গোটা দুষ্পাচ্য চাউনি
এইসব খুচরো অসুখ বয়ে বয়েই নন্দন উৎসবে যাই
ভাবি , কত ছন্দময় এই অসুখের ভাল নাম !
বিবমিষা !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।