• Uncategorized
  • 0

কবিতায় আলোক মণ্ডল

কবিতা মগ্ন প্রাণ।অবসরপ্রাপ্ত বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক । দশাধিক কাব্যগ্রন্থের স্রষ্টা।"কবিকর্ণিকা" -কবিতাপত্রের সম্পাদক। কবিতা

ম্যাজিক চকোবার

আকাশ ভাসছে। বেড়ালের তাড়া খেয়ে
মেঘগুলো পালাচ্ছে
গড্ডলিকা প্রবাহে।
আমার জ্বলেনি আলো অন্ধকারে
কুপি-লণ্ঠন গিলে খাচ্ছে কালিঝুলি কৃষ্ণগহ্বর।
হে মহানিমছায়া,কোথায় লুকোলে রোববার?
বাইপাসে টুকরো টুকরো হৃৎপিণ্ড গুঁড়ো
কতক্ষণ ধরে রাখবে ধুক্,
পুকের অনুকারজাত অপটিক ফাইবার ?
বাঁশের ডগাতে ঝোলানো কালিভুষো মাখা
তাড়ুয়া কাক,
এবার সীমান্তসংঘর্ষ ভুলে যাও,ম্যাজিক তাবু গেড়ে ফেল, ফুল ছড়াও!
স্থবির বুদ্ধের মতো
আকীর্ণ প্রশ্নের জালে স্বয়ং রবীন্দ্রনাথ,
তোমার বুলেট থেকে ম্যাজিক চকোবার গিলি গিলি গো! গিলি গিলি গো! বেরুবে কবে? কবে?কবে?
Spread the love

You may also like...

error: Content is protected !!