জন্ম:-০৩/০১/১৯৭৪
গ্রাম:- সরডাঙা, বীরভূম।
কাজের সূত্রে ২০০৫-২০১৪ দিল্লিতে, বর্তমানে মুর্শিদাবাদ জেলার- বহরমপুর ছোট ব্যবসায় যুক্ত ও ভাড়াই বসবাস।
প্রকাশিত কাব্যগ্রন্থ:- রক্তক্ষয়ী চুম্বন, গুপিযন্ত্র প্রকাশনা।
ভুবনডাঙা নামক ওয়েব ম্যাগাজিন-র পরিচালক।
পি.পার্লার
যে চান ঘরের টাবে গোলাপের পাপড়ি ছিল রাখা
সেখানে অনেক মুখের আদলে খোঁজো অন্য মুখ
বলতে পারো, সাজানো গ্যালারির ভীরে কোনো প্রেমিকাই বসে নেই
খিদে, শুধু শরীরের খিদে জমে আছে পাউয়ের স্লাইস
আঙুরের ডানায় জড়িয়ে গেছে গোপন জীভ
স্তবক খুলে ছড়িয়ে দিচ্ছে ঘ্রাণ আদরে আদরে চকচক
চোখে ছলছল প্রপাতের উৎসমুখ ঢেলে সুগন্ধি চান
প্রত্যেক ফুটন্ত ফুলেই লেখা থাকে মায়ানগরীর ঘাম
আর ঘামের গন্ধ লেপ্টে যায় সভ্যতার ধূসর বুকে-