কবিতায় আবদুস সালাম by TechTouch Talk · Published November 9, 2019 · Updated November 9, 2019 অসময় তোমার সংসারে প্রভাত নেমে আসে স্নিগ্ধ পদ্মপুকুর, চেনা পাখির অচেনা ডাক আমার বনে পারুল দিদি আর আসেনা শোনায় না সেই পাড়াজুড়ানোর গান সর্বত্র প্রবেশ নিষেধের বিজ্ঞাপণ দাঁড়িয়ে আছি অপলক— পাশে শুয়ে আছে বিপন্ন মরুভূমি ভেসে আসছে পাথরে চাপা মানবতার আর্তনাদ আড়াল হয়ে আসছে বাসনার নির্জীব চাঁদ দ্বিধাহীন স্বপ্নরা ঘুমিয়ে পড়ছে ক্রমশ পরাজয় গর্জে উঠছে বারবার ঢেউয়ের শীৎকারে ঝরে পড়ছে নির্বাক পরামর্শSpread the love
0 সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে বিনায়ক বন্দ্যোপাধ্যায় (পর্ব – ৮) June 13, 2020 by · Published June 13, 2020 · Last modified August 2, 2020