কবিতায় অশোক দেব
হ্যালুসিনেশন – তেরো
এইখানে সেই আদিম দক্ষিণ
বসন্ত বাতাস
এইখানে বসে কোকিলবাজার,
বয় কালো দীর্ঘশ্বাস।
আমাদের আয়ু
আমাদের প্রমা
স্তব্ধ হয়ে যায়
এইখানে এলে মরদেহ তার
বেহালা বাজায়।
হ্যালুসিনেশন – চোদ্দ
সেদিন দেখেছি তোকে,
অশোক, দেখেছি তোকে।
একটা কাগজে তুই
লিখলি দেখেছি,
‘আমার আকাশ আমি
তোমার পাখির কাছে
কেটে কেটে পাঠাই’।
হ্যালুসিনেশন – পনেরো
যেতে হবে সোজা
দেখা হবে বটবৃক্ষের সাথে
বলে দেবে সে
বামে মৃত্যুভয় পেরিয়ে
ছয়তলা
রিপুর বাড়িটি ছেড়ে
যেতে হবে সোজা
যেখানে আকাশক্রন্দসী
সেখানে বসে
দড়ি পাকাচ্ছে একজন বৃদ্ধ
তার সাথে দেখা হবে
তিনি সব জানেন
বললে দেখিয়ে দেবে
রাস্তা
সোজা যান,
সোজা
একটু গেলেই পাবেন
চোরাবালির দোকান।
হ্যালুসিনেশন – ষোলো
এখন যেখানে আছি, সেখানে একদা ছিল
প্রাচীন বিবাহ মণ্ডপ, তাই
এদিকে ওদিকে এই বালুকা মাখানো আলো
ছড়িয়ে রয়েছে কেবল, আছে
কুচ্ছিৎ মেয়ের গৃহনৈপুণ্য।
বিবাহ এখানে এসে বিচ্ছিন্ন হয়েছে শুধু,
কেবল একটা ফোয়ারা হতে
আকাশ বেরিয়ে আসছে ওই।