কবিতায় অর্পিতা দাশগুপ্ত ঠাকুর
by
TechTouch Talk
·
Published
· Updated
জাতিস্মর
আমার যখন একলা আকাশ, একফালি চাঁদ তুমি,
যখন আমি মরীচিকা সম, তুমি তৃপ্ত মরুভূমি।
যখন আমি অগ্নিশিখা, জ্বলেছি মর্মে মর্মে
শীতল করেছো বৃষ্টি হয়ে, প্রলেপ দিয়েছো চর্মে।
যখন ক্লান্ত শরীর আমার, খুঁজেছে মরণ সুখ,
ভুলেছো ভ্রান্তি অরুন কান্তি, পেতেছ নিজের বুক।
যখন স্বপ্নে দুঃস্বপ্নের সাহস খুঁজেছে মন,
নতশিরে তব অধরতে তুমি করেছ মৃত্যুপণ।
আজ তবে তুমি কোথা নাই কেন খুঁজি যে বারংবার,
মম সত্তা তুমি কোথায় হারালে ফিরে এসো বার বার।
তোমা ছাড়া মম নাই যে শক্তি নাই যে কণ্ঠস্বর,
তুমি মোরে তব দুই বাহুডোরে বেঁধেছো জাতিস্মর।।।