• Uncategorized
  • 0

কবিতায় অরুণ সেনগুপ্ত  

চলে যাওয়া 

মনে হয় চলে যাওয়াই ভালো
কে-বা কতটুকু আবির মেখেছি
নির্যাস আঁধারে আলোক অতল
না-পাওয়া মাঝে সব পেয়েছি ‘র।
মায়াকে বেঁধেছি ছায়া সাথে নিয়ে
অনুরাগ দিয়ে দুইহাত মেখে,
কি হবে সেসব কাহিনী জানিয়ে
ঘুম ভাঙা বার্তানিয়া ; সুপ্রভাত।
চলে যে যাবে কি ভাবে যাবে জানে
নিরুদ্দেশ হয় সে কি যায় বুঝে
দায় কি বা এলো মেহমান তার
এমন এতটা অবুঝ হয়েছে?
চেয়ে থাকা মুখ, ও-ই তাপ জ্বর
বিনীত দুয়ার ওজর বিফল।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।