আমার ভালোলাগারা এখন মাতৃগর্ভে,
আর তো নেই কোনো ঠাঁই যেখানে তারা আশ্রয় নেয় কিছুদিন !
অপেক্ষা করে পার হওয়া সময়ের
যাতে আবার আসে শুভদিন।
আমার ভবিষ্যৎ প্রত্যাশারা এখন আমার গর্ভে,
যাদের জন্ম নেবার কথা ছিল কোনো এক সুপ্রভাতে।
আজ এক শিশুর মুখ ও তার চোখের জল,
কথা না বলা ছবি প্রশ্ন করেছে – ‘কেন?’
আজ এক রক্তাক্ত হাহাকার আর বিনা দোষের প্রাণ
প্রশ্ন করেছে – ‘কেন? আমার কি ভুল ছিল?’
আজ কিছু আধ পোড়া মেয়ের দেহ পরিণত বা অপরিণত
নির্বিশেষে বলে উঠেছে দেখো কুড়িয়ে নিয়ে ছাই
হয়তো চিহ্ন রেখে গেছে আমাদের হত্যাকারী যত।
আজ এক থেঁতলে যাওয়া দেহ প্রশ্ন করেছে
‘বলো দেখি আমার কোন ধর্ম ছিল?’
আজ এক গর্জে ওঠা আততায়ী কেড়ে নিয়েছে ঘর
জ্বালানো দাবানল কেড়ে নিয়েছে প্রান্তর আর
জ্বালা ধরানো ধোঁয়া অন্ধ করেছে চোখ, রুদ্ধ হয়েছে আগামী।
সৃষ্টির পথ এখন মাতৃগর্ভে,
যতদিন না কাটে পরাধীনতার গ্লানি।
ধ্বংসের পথ সুপ্রশস্ত যখন তোমার ধর্ম আমার ধর্ম পোড়ায় দেহ,
আর আড়াল থেকে হিসেব কষে বোনা হয় হিংসার জাল
মাতৃগর্ভে নির্বাসিত মানবধর্ম অনির্দিষ্টকাল।