কবিতায় অভিজিৎ রায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
গ্লানি ঝেড়ে ফেলে
রোদ তার গ্লানি ঝেড়ে ফেলে সাবধানী,
আতঙ্কে পথ শূণ্যপুরের দিকে
ছুটে চলে যায়, খিদে আর হয়রানি
গায়ে রোদ মেখে বল হবে কবে ফিকে!
মাইলের পর মাইল হেঁটেছে যারা
ফিরে পেতে চেয়ে নিজের ঠিকানা আর
শান্তির ঘুম, কবে ফিরে পাবে তারা;
রোদের শাসনে অচেনা অন্ধকার।
খিদের আঙুলে আঙুল রেখেছে স্নেহে,
দেশকে বাঁচাতে পুড়ে যেতে যারা রাজি;
মুখোশের কাছে আজীবন সন্দেহে
বেঁচে থাকাগুলো প্রতিদিনকার বাজি।
বাজি ধরে তারা জিতে যাবে এই পথে
জয়ের কাহিনি লেখা হবে ইতিহাসে
পথের আদরে সব ভুলে কোনো মতে
সময় এগোবে আলোর রেখার পাশে।