কবিতায় অভিজিৎ দাসকর্মকার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
পুরাধুনিক লুনী
একটা অসংলগ্ন কুচকাওয়াজে
অবিচ্ছিন্ন পদক্ষেপ গুলি দৃষ্টি মাড়িয়ে চলেছে
কপালে ব্যাকপাইপার পাখির পালক আর-
পেজ-ত্রি তে হলুদ গন্ধ–
বিন্দু গুলি ত্রিভুজের গন্ধে সমতল কাগজে সমান্তরাল শুয়ে
তাতে-
শিউলিফুলের অবেলার ঘ্রান
কমলাভোগ আর-
নাম দেওয়া দেওয়াল লিখনে
আবহমান লেখা-
শোন অন্য পাড়ার সন্ধ্যের আহ্নিক পটদীপ
আজ তুমি আমি দ্বিতীয় পুরুষ ভুলে ঈশান কোনে বেরবো,-
যেখানে শুক্ররঙের স্কার্ট পরা কিশোরীর বিষ্ণুপুরি আঁচলের কোণা বেয়ে
পুরাধুনিক লুনী,
নদী হয়ে বয়ে যায়